প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতি, জুটমিল মালিকদের স্বেচ্ছাচারিতার ফলে সঙ্কটের মধ্যে বাংলার চটশিল্প। এর বিরুদ্ধেই গর্জে উঠল আইএনটিটিইউসি (INTTUC)। সোমবার আইজেএম অফিস, বেঙ্গল চেম্বার অফ কমার্স বিল্ডিংয়ের সামনে অবস্থানে দিল্লি গিয়ে চটকল শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।
আরও পড়ুন-জলপাইগুড়ি মেডিক্যালে নিরাপত্তা নিয়ে হল বৈঠক
পাশাপাশি চলতি বছর জানুয়ারি মাসে শ্রমিকদের স্বার্থে রাজ্য সরকারের উদ্যোগে হওয়া ত্রিপাক্ষিক চুক্তিতে সই করার পরেও যে সমস্ত চটকলের মালিক শ্রমিকদের অতিরিক্ত শ্রমের ন্যায্য পারিশ্রমিক দিচ্ছেন না তাঁদের একমাস সময় বেঁধে দিলেন মন্ত্রী। অবস্থানে দলে দলে যোগ দিয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলার চটকল শ্রমিকরা। তাঁদের উদ্দেশে মন্ত্রী বলেন, শ্রমিকদের পাশে আছে রাজ্য। দাবি আদায়ে লড়বে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। অবস্থান মঞ্চ থেকে একইভাবে কেন্দ্রের ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে সরব হন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে বাংলার মাটিতে পরাজিত হওয়ার পর কেন্দ্রের বিজেপি সরকার বাংলার চটশিল্পকে ধ্বংস করার খেলায় নেমেছে তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। এফসিআইয়ের যে গুদামগুলি রয়েছে যেখানে খাদ্যশস্য মজুত করা হয় তার জন্য চটের ব্যাগের প্রয়োজন। কিন্তু এফসিআই যে ব্যাগের বায়না দেয়, বিভিন্ন রাজ্য থেকে যে বায়না আসে সেই অর্ডারের পরিমাণ কমতে শুরু করেছে। গুজরাত, মহারাষ্ট্রের সিন্থেটিক লবি দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যে, এফসিআইয়ের গুদামে চটের বদলে সিন্থেটিক ব্যবহার কীভাবে করা যায়।
উপস্থিত শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ন্যায্য পারিশ্রমিক না দিলে শ্রমিকরা এককাট্টা হয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেবেন। একইভাবে কেন্দ্রের স্বেচ্ছাচারের বিরুদ্ধে সরব হন আইএনটিটিইউসি অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সস্টাইল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি বিধায়ক সোমনাথ শ্যাম। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির উত্তর কলকাতার সভাপতি স্বপন সমাদ্দার, শক্তিপদ মণ্ডল, তাপস দাশগুপ্ত, অরবিন্দ দাশ প্রমুখ।