মানস দাস, মালদহ : দেশের প্রধানমন্ত্রী কিছু শিল্পপতির সুবিধার্থে কৃষকস্বার্থ জলাঞ্জলি দিতে চলেছিলেন নতুন কৃষক আইন এনে। দেশ জুড়ে প্রবল প্রতিরোধে, কৃষকদের অনমনীয় আন্দোলনে, শেষমেশ প্রত্যাহার করতে বাধ্য হলেন। বিপরীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া কৃষকবন্ধু। তাঁদের জন্য একাধিক প্রকল্প এনেছেন তিনি। তার অন্যতম তাঁর স্বপ্নের প্রকল্প ‘কৃষকবন্ধু’। একটি নিশ্চিত আয়প্রকল্প ও অপরটি মৃত্যুজনিত অর্থপ্রদান।
আরও পড়ুন : শান্তিপুর থেকে কাটোয়া, রাসে মাতোয়ারা রাজ্য
কৃষকবন্ধু মৃত্যুজনিত অর্থ প্রদান প্রকল্পের আওতায় এসেছে মালদহ জেলার ১৫টি ব্লকের ৩,২৯৬ জন কৃষক। রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে মৃত কৃষকের পরিবারকে এককালীন দু লক্ষ টাকা দিয়ে থাকে। এক্ষেত্রে কৃষকের মৃত্যুকালীন বয়সসীমা ৬০ বছর হওয়া বাঞ্চনীয়। ইতিমধ্যেই মালদহ জেলায় এই প্রকল্পের জন্য ৬৫ কোটি ৯২ লাখ টাকা খরচ করেছে রাজ্য সরকার। ২৯৬ জন মৃত কৃষকের পরিবারকে দু লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ২০১৯-’২০ অর্থ বছরে ৫৬২ এবং ২০২০-’২১-এ ১১৭৪ ও ২০২১-’২২ অর্থ বছরে ১৫৭০টি কৃষক পরিবারকে ৬৫ কোটি ৯২ লাখ টাকা দেওয়া হয়েছে। মৃত কৃষকের স্ত্রী গীতা সরকার বলেন, কৃষকবন্ধু প্রকল্পে উপকৃত হয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, তিনি কৃষকদের পরিবারের কথা ভেবে এই প্রকল্পটি চালু করেছেন। জেলা কৃষি উপ-অধিকর্তা স্নেহাশিস কুইলা জানান, বিগত তিন বছরে কৃষকবন্ধু প্রকল্পে ৩২৯৬ জন কৃষক পরিবারকে প্রায় ৬৬ কোটি টাকা দেওয়া হয়েছে।