‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-আজ সামনে খিদিরপুর, কার্ড সমস্যায় নেই জবি, জয় চাই ডায়মন্ড হারবারের
এত রক্ত
এত রক্ত কেন মাগো
কেন মৃত্যু রক্তকরবী
কেন জন্মের জন্ম ঠিকুজি
সূর্যাস্তে রক্ত ভৈরবী।।
পৃথিবীতে তো কত জায়গা
কত বৃহৎ এই বিশ্ব
তবু ক্ষমতার জেহাদ দেখাতে
কেউ কেউ হচ্ছে নিঃস্ব।।
সারাদিন পর ক্লান্ত শরীরে
ভুখা শরীর যখন ক্ষুধার্ত
দুমুঠো ভাতের ভাত সেদ্ধতে
মিসাইল পড়ছে অক্লান্ত।।
ভাতগুলো যেন যুদ্ধের ছাই
হাত, পা সব শরীর থেকে ভিন্ন,
ভাতঘুমের বদলে ভাত যন্ত্রণা
ক্লান্ত দেহটা তখন অবসন্ন।।
সামনে একটা ছোট্ট শিশু
ভাত ভাত করে কাঁদছিলো
বোমারু বিমানের আর্তনাদে
সে ভাতে-ভাত ঘুম দিলো।।
ফুটফুটে শিশুর ফুটফুটে রং
একমুহূর্তে হলো কালো ছাই
আক্রমণকারীরা তখন দাঁড়িয়ে বলে
স্বপ্নের ভোর আনতে চাই।।
এতোদিন ধরে গড়ে উঠেছিল
সাজানো যে ইমারত
স্বাধীন সরকারের হুঙ্কার দিয়ে
চলে গেলো বাঁচার ইজ্জত।।
অস্ত্র দিয়ে রক্ত দিয়ে
চলছে সর্বনাশের খেলা,
কবে কবে বলো শেষ হবে
এই যুদ্ধ যুদ্ধ মেলা।।
রাস্তায় রাস্তায় ভিখ মাগলেও
যারা দেখায় না কোনও দয়া,
অস্ত্র কিন্তু তাদের কাছে
মুড়ি মুড়কির মতো মোয়া।।
চোখে দেখেও সারা পৃথিবী
হঠাৎ ঘুমিয়ে পড়েছে
ভাতের থালায় শিশুটা মরে
একবারও কি মোদের ভাবাচ্ছে।।
দিন রাত তাদের সবই সমান
মরুঝড়ই ওদের ভরসা,
মানবিকতা তোমার অকাল প্রয়াণে
সারা বিশ্ব হারাচ্ছে ভাষা।।
জন্মভূমি-বিশ্বভূমি সবই তুমি, মা
রক্ত কি মাগো সবচেয়ে সস্তা?
জীবন বাঁচাও, জাগো মাগো
বাঁচাও মানবসত্তা।।