৭ দিন নয় এবার থেকে ৪ দিন খোলা থাকবে সোনাঝুরির হাট (Shonajhuri Haat)। অর্থাৎ শুক্র থেকে সোমবার পর্যন্ত খোলা থাকবে হাট (Shonajhuri Haat)। স্পষ্ট নির্দেশ দিয়েছে বন দফতর। শান্তিনিকেতনে হাট সংলগ্ন এলাকা বনদফতরের অধীনে হওয়ায় একাধিক বিধিনিষেধ চালু হচ্ছে।
বোলপুর বনদফতরের নির্দেশিকা
* জঙ্গলের ক্ষতি কোনওভাবেই রেয়াত করা হবে না।
* হাট কমিটিকে জঙ্গল এলাকাতেই বসাতে হবে প্রায় দশ হাজার চারা গাছ।
* জঙ্গল থেকে মাটি চুরি করা যাবে না।
* গাড়ি-টোটোর দৌরাত্ম্য বন্ধ করতে হবে
* গাছপালা নষ্ট হলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা।
আরও পড়ুন-বিরোধীদের চাপে সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের খসড়া প্রত্যাহার মোদী সরকারের
বোলপুরের বন দফতরের আধিকারিক জ্যোতিষ বর্মন বলেন,”জীববৈচিত্র্যের কথা মাথায় রেখেই হাট ৪ দিন অর্থাৎ শুক্র থেকে সোমবার পর্যন্ত খোলা থাকবে। তিনদিন জঙ্গল পরিষ্কার এবং গাছ লাগানো-পরিচর্যা চলবে। বনবিভাগ এবং হাট কমিটির যৌথভাবে জঙ্গল সুরক্ষা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জঙ্গলের কোনও ক্ষতিকে মেনে নেওয়া হবে না।” তবে রুটি-রুজির প্রশ্নে বনদফতর ৪ দিন করে হাট খোলা রাখার নির্দেশ দিয়েছে। এতে খুশি প্রায় ১৭০০ হস্তশিল্পী ও ব্যবসায়ী।