সংবাদদাতা, আলিপুরদুয়ার : কোভিডবিধি ও প্রথা মেনে বৃহস্পতিবার রাতে সূচনা হল কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসবের। এবার উৎসব ১৩২ বছরে পা দিল। রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন জেলাশাসক পবন কাদিয়ান। উদ্বোধন করে মদনমোহন মন্দির পরিক্রমা করেন জেলাশাসক। তারপরেই সাধারণের জন্য খুলে দেওয়া হয় মদনমোহন মন্দির। রাজ-আমল থেকে সমস্ত প্রথা মেনে প্রতিবার অনুষ্ঠিত হয় কোচবিহারের প্রাণের উৎসব মদনমোহনের এই রাস। উৎসবের মধ্যে দিয়ে সম্প্রীতির এক অনন্য নজির তৈরি হয় কোচবিহারে। আলতাফ মিঞার হাতে তৈরি রাসচক্র এই উৎসবের মূল আকর্ষণ। রাসকে ঘিরে যে মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর, তাতে দেশবিদেশের ব্যবসায়ীরা হাজির হন পশরা নিয়ে। তবে কোভিডের কারণে এবার মাত্র পঞ্চাশ শতাংশ দোকান থাকবে মেলায়। মেলায় আগত দর্শনার্থীদের সকলকেই কঠোরভাবে মানতে হবে কোভিডবিধি। মেলার পাশাপাশি মদনমোহন মন্দির চত্বরে প্রায় প্রতিদিনই চলবে ধর্মীয় অনুষ্ঠান ও যাত্রাপালা। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী পরেশ অধিকারী। জেলাশাসক এই উৎসব উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।