প্রতিবেদন : আরজি কর-কাণ্ডের পর পড়ুয়াদের দাবি মেনে ঘটনার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন সদ্য-প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার জায়গায় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নয়া অধ্যক্ষ করা হয়েছে ডাঃ সুহৃতা পাল। দায়িত্ব পাওয়ার পরই কোমর বেঁধে কাজে নেমে পড়লেন সুহৃতা। মঙ্গলবার হাসপাতালে এসে নতুন দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। হাসপতালের নিরাপত্তা আরও জোরদার করতে এদিন তিনি একটি বিশেষ বাহিনী গঠন করেন সুহৃতা।
আরও পড়ুন-জঙ্গলমহলে হর্টিকালচার হাব তৈরির পরিকল্পনা নিল রাজ্য
বাহিনীতে থাকছেন পুলিশ থেকে শুরু করে পূর্ত বিভাগ এবং হাসপাতালের প্রতিনিধিরাও। আরজি কর হাসপাতালের আনাচে-কানাচে ঘুরে দেখে এই বাহিনীই সিদ্ধান্ত নেবে নিরাপত্তা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। পুলিশের প্রতিনিধি হিসাবে বাহিনীতে যিনি থাকবেন, তিনিই সিদ্ধান্ত নেবেন হাসপাতালের কোন কোন জায়গায় সিসি ক্যামেরা বসানো জরুরি। এদিকে নিরাপত্তার জন্য আরজি কর হাসপাতাল-সহ রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিকে নিরাপত্তা জোরদার করতে ৫ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার। আরজি করের আন্দোলনরত চিকিৎসকদের ও ডাক্তারি পড়ুয়াদের ৬ দফা দাবির মধ্যে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও ছিল। মঙ্গলবারই আরজি করের নতুন অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নেন সুহৃতা পাল।