প্রতিবেদন : ১১ তম বর্ষে পা দিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। আজ কন্যাশ্রী দিবস। ক্ষমতায় আসার পর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করেছিলেন স্কুলে স্কুলে মেয়েদের স্কুলছুটের সংখ্যা যেন দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে তিনি ঠিক করেন কন্যাশ্রী প্রকল্প চালু করবেন। সেই থেকে শুরু এরপর বিশ্বের দরবারে সেরা হয়েছে কন্যাশ্রী। ২০১৩ সালের ১৪ অগাস্ট থেকে শুরু হয় কন্যাশ্রীর পথ চলা।
আরও পড়ুন-আরজি করের নিরাপত্তায় গঠন হল বিশেষ বাহিনী, দায়িত্ব নিয়ে কড়া পদক্ষেপ নতুন অধ্যক্ষের
আজ তার ১০ বছর পরিপূর্ণ করে ১১ বছরে পা দিল। আজ ধনধান্য স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করা হবে। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প সারা বিশ্ব বন্দিত। অর্থনৈতিকভাবে পিছয়ে পড়া মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত গ্রামে গঞ্জে বা প্রত্যন্ত এলাকায় ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা ছিল। সেক্ষেত্রে মেয়েদের লেখাপড়া তো দূর স্বাস্থ্যের ও খুব ক্ষতি হত। মেয়েদের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই অবিবাহিত মেয়েদের জন্য এই প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। গোটা রাজ্যে এখন ৮৭ লক্ষেরও বেশি ছাত্রীরা কন্যাশ্রীর আওতায় রয়েছেন। বেস্ট পারফর্মিং জেলা হিসেবে আজ পুরস্কার পাবে উত্তর দিনাজপুর। প্রসঙ্গত এই প্রকল্পের আওতাধীন কন্যারা বছরে ৫০০ টাকা এবং ১৮ বছর হয়ে গেলে এককালীন ২৫ হাজার টাকা করে পায়।