আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার রেশ এখনও কাটেনি। এর মধ্যে ওড়িশার এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই রোগিনী এক চিকিৎসকের বিরুদ্ধে মেডিকেল পরীক্ষার নাম করে যৌন নির্যাতনের অভিযোগ জানান। জানা গিয়েছে, শুক্রবার মেডিক্যাল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রীর মা ও কাকিমা কার্ডিওলজি বিভাগে গিয়েছিলেন চিকিৎসার জন্য। দুই মহিলাকে ইকোকার্ডিওগ্রাম করার পরামর্শ দিয়ে রবিবার আসতে বলা হয়েছিল। মহিলারা অভিযোগ জানান কার্ডিওলজির এমডির ছাত্র এক পুরুষ চিকিৎসক ইসিজির বাহানায় তার পেট এবং শরীরের অন্যান্য অংশ পরীক্ষা করেছিলেন। তাঁরা এমবিবিএস ছাত্রীর কাছে অভিযোগ জানান এবং তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনা সম্পর্কে জানান।
আরও পড়ুন-রাতের মিছিল নিয়ে চড়া সুরে নাটকের অপচেষ্টা
সূত্রের খবর, প্রাথমিকভাবে সেই দুই মহিলা প্রথমে মামলা করতে না চাইলেও মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা হস্তক্ষেপ করায় তারা এফআইআর দায়ের করেন। ফৌজদারি কার্যবিধির ১৬১ ও ১৬৪ ধারায় নির্যাতিতাদের বয়ান রেকর্ড করা হয়েছে। ধর্ষণের অভিযোগের তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মে অতিরিক্ত ডিসিপি অনিল মিশ্র বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্থদের বয়ান রেকর্ড করব এবং সেই অনুযায়ী তদন্ত করব।
আরও পড়ুন-দিনের কবিতা
অভিযুক্ত চিকিৎসককে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে তলব করা হয় এবং এরপরেই এমবিবিএসের অন্য পড়ুয়ারা তাঁকে মারধর করে বলে অভিযোগ করা হয়। গুরুতর আহত হয়ে তিনি এই মুহর্তে একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। যদিও পুলিশের তরফে খবর যে পুরুষ ডাক্তারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তিনিও যদি অভিযোগ করতে চান তবে পুলিশ এফআইআর দায়ের করবে।