প্রতিবেদন: আরজি কর কাণ্ড নিয়ে রাজনীতি করবেন না, হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা৷ রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের প্রতিক্রিয়া, আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা একদিকে দুর্ভাগ্যজনক, অন্যদিকে ভয়ঙ্কর৷ রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য হল নিপীড়িতার পরিবারকে ন্যায়বিচার দেওয়া৷ দোষীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া৷ এই ভয়ঙ্কর ঘটনা নিয়ে রাজনীতি হোক, এটা কাম্য নয়৷ আইন ন্যায় বিচার করবে, এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ একই সুরে আরজি কর কাণ্ডের তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ জুন মালিয়া৷ তাঁর প্রতিক্রিয়া, আমি নিপীড়িতা, তাঁর পরিবার এবং প্রতিবাদী ছাত্রছাত্রীদের সঙ্গে দাঁড়িয়ে আরজি করের নৃশংস ঘটনার নিন্দা করছি৷ এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়ে চলব আমরা৷ আমি আশা করব সিবিআই দ্রুততার সঙ্গে তদন্ত করবে এবং আসল দোষীকে বিচারের জন্য প্রস্তুত করবে৷
আরও পড়ুন-সব স্বাধীনতা সংগ্রামীর নাম এক বইয়ে, পরিকল্পনা মুখ্যমন্ত্রীর
আরজি কর কাণ্ডের তীব্র নিন্দা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবও৷ তাঁর মন্তব্য, কর্তব্যরত অবস্থায় আরজিকর হাসপাতালের তরুণী চিকিত্সকের ধর্ষণ এবং খুন হওয়ার ঘটনা কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাগায়৷ অনেক সময়ে ফার্স্ট ট্র্যাক আদালতে দ্রুততার সঙ্গে মামলার নিষ্পত্তি করা যায় না৷ আমরা দেখেছি নির্ভয়া মামলার নিষ্পত্তি হতে সাত বছর সময় লেগেছিল৷ এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে মহিলাদের প্রতি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহমর্মিতা এবং তাঁদের সার্বিক বিকাশের প্রচেষ্টার দিকটিও৷