গভীর রাতে আর জি করে দুষ্কৃতী তাণ্ডব: গর্জে উঠলেন অভিষেক, বললেন CP-র সঙ্গে কথা

Must read

গভীর রাতে একদল দুষ্কৃতী তাণ্ডব চালালো আরজি কর হাসপাতালে। বেধড়ক মারধর করা হল কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসকদের। বুধবার রাতে রণক্ষেত্র হয়ে উঠল, গোটা আর জি কর চত্বর। এই ঘটনায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টুইটার হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “আজ রাতে আর জি কর-এ গুন্ডামি ও ভাঙচুর সব গ্রহণযোগ্য সীমা অতিক্রম করেছে। একজন জনপ্রতিনিধি হিসেবে, আমি এইমাত্র কলকাতা পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, আজকের সহিংসতার জন্য দায়ী প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করা, জবাবদিহি করা এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে আইনের মুখোমুখি করা নিশ্চিত করার আহ্বান জানিয়েছি। আন্দোলনরত চিকিৎসকদের দাবি ন্যায্য ও ন্যায়সঙ্গত। সরকারের কাছ থেকে এটাই তাদের ন্যূনতম আশা করা উচিত। তাদের  নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।

Latest article