১৫ হাজার ফুট উচ্চতায় উড়ল জাতীয় পতাকা

বৃহস্পতিবার জলপাইগুড়ির দুই মহিলা-সহ ৯ জন পর্বতারোহী হিমাচল প্রদেশের মনিরাং শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে রওনা দেন কিছুদিন আগেই।

Must read

আর্থিকা দত্ত, জলপাইগুড়ি: ১৫ হাজার ফিট উচ্চতায় উড়ল ভারতের জাতীয় পতাকা (national flag)। ৭৮তম স্বাধীনতা দিবসের এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত। বৃহস্পতিবার জলপাইগুড়ির দুই মহিলা-সহ ৯ জন পর্বতারোহী হিমাচল প্রদেশের মনিরাং শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে রওনা দেন কিছুদিন আগেই।

আরও পড়ুন-রাজ্যের উদ্যোগে সৃষ্টিশ্রী স্টলের সূচনা হল রায়গঞ্জে

নয়জনের এই দল নিজেদের লক্ষ্যে স্থির। তাঁরা প্রতিদিন এগিয়ে চলেছেন নিজেদের স্বপ্ন পূরণে। এরই মাঝে চলে আসে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০০ হাজার ফুট উচ্চতায় মূল ক্যাম্পে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করেন যথাযথ মর্যাদার সঙ্গে। মূল ক্যাম্প থেকে পাঠানো এক বার্তায় এই দলেরই এক পর্বতারোহী একথা জানান।

Latest article