প্রতিবেদন : চূড়ান্ত নক্কারজনক ঘটনা। এবার ভাষা শহিদ স্মারকের উপর হামলা চালাল দুষ্কৃতীরা (miscreants)। ভাঙা হল স্মারক। ঘটনায় অভিযোগের তির রাম-বাম জোটের দুষ্কৃতীদের দিকেই। বাংলার ঐতিহ্য, সংস্কৃতিকে যে ধ্বংস করতে বাম- বিজেপি কতটা মরিয়া তার প্রমাণ মিলল আবার। বেলেঘাটায় বুধবার রাতে ২১ ফেব্রুয়ারির ভাষা শহিদদের স্মারক ভাঙচুর করল তারা।
আরও পড়ুন-চোটের আশঙ্কাতেই দলীপে নেই বিরাটরা
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। অভিযোগ জানাতে তিনি থানাতেও যান। বাম-রামের আঁতাত বাংলার শান্তি, ঐক্য, সংহতি নষ্ট করতে বদ্ধপরিকর হয়েছে। জমায়েত, সাধারণ মানুষের আবেগকে প্ররোচনা, অতিবাম বহিরাগতদের উপস্থিতি এই দুষ্কর্ম ঘটিয়েছে। নিজেদের রুচির পরিচয় দিয়ে শেষে ভাষা শহিদ স্মারক ভাঙচুর চালিয়েছে নির্বিচারে। এর থেকেই স্পষ্ট বাংলায় শান্তির আবহ নষ্ট করে কারা বাংলাদেশের পরিস্থিতি তৈরি করতে চাইছে?