প্রতিবেদন : বৃহস্পতিবার রাজভবনের চা-চক্রে উপস্থিত থাকলেও গোটা অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী কার্যত এড়িয়ে থাকলেন রাজ্যপালকে। সম্প্রতি কয়েকটি ঘটনার কারণে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানিয়েছিলেন, তিনি একা রাজভবনে যাবেন না। হয় তো সেই কারণে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারের শীর্ষস্থানীয় ১০ জন আমলা ছিলেন। সঙ্গে ছিলেন মুখ্যসচিব বি পি গোপালিকা, মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে রাজভবনে পৌঁছে দিয়ে নগরপাল বিনীত গোয়েল বেরিয়ে যান। রাজভবনের যেখানে মূল অনুষ্ঠান চলছিল সেগুলি পেরিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী রাজভবনের খোলা বারান্দায় বসেছিলেন। সঙ্গে ছিলেন বিশিষ্টরা। তাঁদের সঙ্গে কথাবার্তা ও আলাপচারিতার মাঝেই রাজ্যপালের সচিব মুখ্যমন্ত্রীর কাছে এলে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন তিনি। জানতে চান কেন কলকাতার মেয়র এবং নগরপালকে আমন্ত্রণ জানানো হয়নি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, রাজভবনের কাউকে পছন্দ-অপছন্দ থাকতেই পারে। কিন্তু ‘চেয়ার’-এর মর্যাদা দিতে হবে। যে কারণে তিনিও রাজভবনে এসেছেন। রাজ্যপালের সচিব অবশ্য আমন্ত্রণ না করার কোনও সঠিক কারণ জানাতে পারেননি। রাজভবনের আমন্ত্রনে গেলেও দেখা যায় মুখ্যমন্ত্রী মুখে কোনও কিছু তোলেননি। নিজের আনা জল খেয়েছেন। অনুষ্ঠানের একেবারে শেষ দিকে রাজ্যপাল এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কিন্তু মুখ্যমন্ত্রী রাজভবনের যে হল দুটি অনুষ্ঠান হচ্ছিল সেখানে একবারের জন্যও যাননি। অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীত হওয়ার সময় মুখ্যমন্ত্রী বারান্দায় দাঁড়িয়েই সম্মান জানান এবং তারপর বেরিয়ে যান। গোটা অনুষ্ঠানে রাজ্যপালকে এড়িয়েই থাকলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- আর জি করে হামলার ঘটনায় গ্রেফতার ১৯, ৫ জনকে ধরিয়ে দিলেন আমজনতাই