প্রতিবেদন : ডবল ইঞ্জিনের সরকারের ৪ রাজ্যে একের পর এক ধর্ষণ-খুন (Rape)। বিষয়টি নিয়ে মুখে কুলুপ বিজেপির। ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ওড়িশা, বিহার। কোথাও তরুণীকে তাড়া করে খুন। কোথাও দলিত নাবালিকাকে ধর্ষণ খুন করা হয়েছে। কোথাও নার্সকে গণধর্ষণ। নারকীয় ছবি বিজেপি-শাসিত রাজ্যে। কোথাও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে না। অথচ কলকাতায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের নৃশংস ঘটনায় প্রথম থেকেই বাংলার মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নেওয়ার পরেও ঘোলাজলে মাছ ধরতে নেমেছে বিরোধীরা।
কোথাও চিকিৎসার জন্য আসা রোগীরাই ধর্ষিতা ডাক্তারের হাতে। কোথাও নাবালিকার অপহরণ ও ধর্ষণ করে খুন করার পরে পরিবার চাইছে দ্রুত তদন্ত, যাতে পরিবারের আর কেউ সেই খুন ধর্ষণের অভিযোগ করার জন্য খুন না হয়ে যান। হাড়হিম করা ঘটনাই বিজেপি-শাসিত রাজ্য ওড়িশা ও বিহারের। নারী-নির্যাতন নিয়ে এই রাজ্যে রাজনীতির মধ্যে দিয়ে হাওয়া গরম ও রাজ্যের নাম গোটা দেশে বদনাম করার চেষ্টায় নামা বিজেপি নেতারা নিজেদের রাজ্যেই নারীদের নিরাপত্তা দিতে পারে না, তা একাধিক ঘটনায় সাম্প্রতিক কালেই প্রকাশ্যে চলে এসেছে।
আরও পড়ুন- আরজি করের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে উত্তাল জনস্রোত
ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ ও সুপ্রাচীন এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রকে গ্রেফতার করেছে কটক পুলিশ। ইকোকার্ডিওগ্রাম করতে আসা দুই রোগীকে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে। অভিযুক্ত দিলবাগ সিং ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ, দুই মহিলাকে নিয়ম ভেঙে একাই ইকো করতে নিয়ে যান তিনি। রবিবার ফাঁকা হাসপাতালের সুযোগ নেন তিনি। সেই সঙ্গে রোগীর আত্মীয় যে ওই মেডিক্যাল কলেজেরই ডাক্তার, তাঁকেও ইকোর সময় ঢুকতে দেননি তিনি। পরে রোগীর আত্মীয়রা বেধড়ক মারধর করে। হাসপাতালে ভর্তি করতে হয় মধ্যপ্রদেশের বাসিন্দা ধর্ষক ডাক্তারকে।
অন্যদিকে, এক দলিত নাবালিকাকে অপহরণ করে খুন করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বিহারের মজফফরপুরের পারু থানার পুলিশ। নাবালিকাকে জোর করে বিয়ে করার প্রস্তাব দেয় গ্রামেরই ওই যুবক। কিন্তু নাবালিকার পরিবার বিয়েতে রাজি হয়নি। এরপর সোমবার সঙ্গীদের নিয়ে এসে তাকে বাড়ি থেকে অপহরণ করে অভিযুক্ত যুবক সঞ্জয় রাই। পরে গ্রামের কাছের একটি পুকুরে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। পুকুরের পাশেই উদ্ধার হয় রক্তমাখা কাস্তে। অপহরণ, ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের হয়। নাবালিকার পরিবারের এক সদস্য চলতি সপ্তাহেই খুন হন। এরপরই অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পুলিশের উপর চাপ দেয় ওই দলিত পরিবার।
দেবভূমি অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারে উত্তরাখণ্ডে এক নার্সকে ধর্ষণ ও খুনের অভিযোগ সামনে এল। মুখ পুড়েছে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির। বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরাখণ্ডের নৈনিতালে এক বেসরকারি হাসপাতালে কাজ করতেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এক নার্সকে ধর্ষণ ও খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরে উত্তরপ্রদেশের রামপুর জেলার একটি ফাঁকা জমিতে তাঁর দেহ পাওয়া যায়। উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তকে ১৪ অগাস্ট গ্রেফতার করেছে পুষ্কর সিং ধামির পুলিশ।
ছত্তিশগড়ের কবিরধাম জেলার বাহমনি গ্রামে তরুণীকে কটূক্তি। প্রতিবাদ করায় ওই যুবকদের মধ্যে ভিকি নামে এক জন ছাত্রীর উপর হামলা চালায় বলে অভিযোগ। হাতে লাঠি নিয়ে তাকে তাড়া করেন। যুবকের হাত থেকে বাঁচতে ছাত্রীটি রাস্তা দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করেন। তার পিছু পিছু ধাওয়া করে ওই ছাত্র। এক কিলোমিটার রাস্তা ছাত্রীটিকে তাড়া করার পর তাকে ধরে ফেলে ভিকি। অভিযোগ, তার পর ছাত্রীটিকে মাটিতে ফেলে লাঠি দিয়ে মাথায় মারা হয়। এর পর ছাত্রীটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।