প্রতিবেদন : রাজনৈতিক চাপেই যে কৃষি আইন বাতিলের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, তা স্পষ্ট করে দিল শীর্ষ আদালতের তৈরি কমিটিই। সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া বিশেষজ্ঞ দলের সদস্য অনিল ঘানওয়াত তাঁর বক্তব্যে তা আরও স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, এটা অত্যন্ত খারাপ সিদ্ধান্ত। কৃষকদের উন্নতির নামে প্রধানমন্ত্রী আরও একটা বড় রাজনৈতিক চাল চেলে দিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি প্যানেল কখনওই বলেনি কৃষি আইন প্রত্যাহার করে নিতে বরং যাতে কৃষকদের উন্নতি হবে তেমন কিছু পয়েন্ট দিয়ে কৃষি আইন প্রয়োগ করতে বলেছিল। কোর্ট প্যানেলের সদস্য অনিল বলেন, এই সরকার রাজনীতি ছাড়া কিছু বোঝে না। এরা মানুষের ভালর বদলে শুধু ভোটে জিততে চায়, তাই আচমকা কৃষি আইন প্রত্যাহার করে নিয়েছে। সামনে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে বিধানসভা ভোট আছে। তাকে সামনে রেখে তাই কৃষি আইন প্রত্যাহার করে নিল।