প্রতিবেদন : আরজি কর-কাণ্ডের পর তাৎপর্যপূর্ণভাবে শুক্রবার নয়া নির্দেশ কেন্দ্রের। এবার থেকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হলে ৬ ঘণ্টার মধ্যেই দ্রুত এফআইআর দায়ের করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকেই এই দায়িত্ব পালন করতে হবে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) নিয়ন্ত্রণাধীন ডিরেক্টরেট অফ হেল্থ সার্ভিসেস এই নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষে ডিজিএইচএস-এর ডিরেক্টর অতুল গোয়েল অবশ্য আরজি কর হাসপাতালের সাম্প্রতিক ঘটনার কোনও প্রসঙ্গ এই নির্দেশিকায় উল্লেখ করেননি। তবে তিনি লিখেছেন সম্প্রতি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। অনেকেই আক্রান্ত হচ্ছেন এবং নানা মহলে হুমকির মুখে পড়ছেন। যদিও কেন্দ্রের তরফে ডাক্তারদের উপর হামলার পিছনে একাংশের রোগী ও রোগীর পরিজনদের দিকে ইঙ্গিত করা হয়েছে।