এবার রাঙাপানিতে লাইনচ্যুত মালবাহী ট্রেন!

Must read

ট্রেন দুর্ঘটনা (Train Accident) সেই রাঙাপানিতেই। শুক্রবার রাত দশটা নাগাদ রাঙাপানির নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডে ওই ডাউন মালবাহী ট্রেনের দুটো কামরা লাইনচ্যুত হয়। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই আরপিএফ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন- ভুয়ো চিকিৎসকের সংখ্যা বাড়ছে, যা চিন্তার! সতর্ক করল হাইকোর্ট

মাস দেড়েক আগে এই রাঙাপানিতেই শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার (Train Accident) কবলে পড়ে। সেই ঘটনায় একাধিকের মৃত্যু হয়েছিল। তারপর থেকে বেশ কয়েকবার মালগাড়ির লাইনচ্যুত হওয়ার খবর মিলেছে। শুক্রবার রাতে সেই ঘটনার পুনরাবৃত্তি। সূত্রের খবর, নিউ জলপাইগুড়ি লোকো শেড থেকে রিকভারি ইঞ্জিন ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা বগিগুলিকে পুনরায় ট্র্যাকে তোলেন। কিন্তু বারবার কেন এইভাবে মালগাড়ি বেলাইন হচ্ছে সেই প্রশ্নের কোন সদুত্তর মেলেনি।

Latest article