সংবাদদাতা, কোচবিহার : মহিলা ডাক্তারের মৃত্যু নিয়ে রাজনীতি ও হাসপাতালে ভাঙচুর চালানোর পাশাপাশি তৃণমূল কর্মীদের ওপরে হামলা চালাচ্ছে বিজেপি। কোচবিহারের বক্সিরহাটে এক মহিলা তৃণমূলকর্মীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। শুক্রবার মধ্যরাতে তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বজরাপুরে। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অগ্নিসংযোগের অভিযোগে বিজেপির সেই গ্রাম পঞ্চায়েতের ১৫ জন পদাধিকারীর বিরুদ্ধে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত তৃণমূলকর্মী স্বপ্না সাহা৷ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার বজরাপুর থেকে বক্সিরহাট রাজ্য সড়কে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা।
আরও পড়ুন-আমিষ ভোগেই মনসাপুজো বৈকুণ্ঠপুর রাজবাড়িতে
বক্সিরহাট থানার পুলিশ প্রশাসনের আশ্বাস মেলায় আন্দোলন ওঠে। স্বপ্না এলাকায় সক্রিয়ভাবে তৃণমূল করেন। এটাই যেন তাঁর অপরাধ। তৃণমূলের সব সাংগঠনিক কর্মসূচিতে প্রথম সারি থেকে নেতৃত্ব দেওয়াতেই বিজেপির হিংসার রাজনীতির শিকার হচ্ছেন। শুক্রবার রাতে স্বপ্না যখন বাড়িতে শুয়ে তখন তাঁর বাড়িতে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। স্বপ্না জানান, অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। তবে আগুনে ঘরের আসবাবপত্র সহ নগদ টাকা পুড়ে গিয়েছে। কোনও মতে বাঁচানো গিয়েছে গবাদি পশুদের। বিজেপি এলাকায় তাণ্ডব করছে। তৃণমূল শালবাড়ি ২ অঞ্চল কমিটির সভাপতি মিলন বর্মন বলেন, যে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে, পুলিশকে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে এলাকায় লাগাতার আন্দোলন করবেন তাঁরা।