প্রতিবেদন : গত ১৪ অগাস্ট আরজি কর-কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। কিন্ত এই চারদিনে তদন্তের অগ্রগতি কতটা, সে নিয়ে মুখে কুলুপ কেন্দ্রীয় এজেন্সির। কতটা এগোল তদন্ত, তা নিয়ে আজই সাংবাদিক বৈঠকে করতে হবে সিবিআইকে। রবিবার এমনই দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারের মধ্যে ঘটনার ন্যায়বিচার চেয়ে পথে নেমেছেন।
আরও পড়ুন-ভারী বৃষ্টি বাংলায়
ন্যায়বিচারের দাবিতে সুর চড়িয়ে সুস্মিতা বলেন, ১৪ অগাস্ট মামলাটি হাতে নেওয়ার পরে সিবিআই এখনও পর্যন্ত তদন্তের কোনও আপডেট দেয়নি। এই মামলায় এখন পর্যন্ত মাত্র একজনকেই গ্রেফতার করা সম্ভব হয়েছে। কিন্তু তাকেও গ্রেফতার করেছে কলকাতা পুলিশ, সিবিআই নয়। তাঁর প্রশ্ন, সিবিআই তদন্ত কেন দ্রুত এগোচ্ছে না? সিবিআই গত চারদিনে ঠিক কী করেছে? কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় মানুষ আশ্বস্ত হতে পারছে না। সবমিলিয়ে ন্যায়বিচার পেতে দেরি হলে তা অবিচারের শামিল। শেষে তিনি দাবি তুলেছেন, সিবিআইকে আজই একটি সাংবাদিক বৈঠক করে তদন্তের অগ্রগতি সম্পর্কে সবাইকে জানাতে হবে। এদিকে আরজি কর ইস্যুতে সুয়োমোটো মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। আগামী মঙ্গলবার মামলার শুনানি।