প্রতিবেদন: দেশের সমস্ত সম্পদ গুটিকয়েক লোকের হাতে কেন্দ্রীভূত। আর এদেশেরই সংখ্যাগরিষ্ঠ মানুষ দিনে দু’বেলা খাবার জোগাড় করতে পারে না। এই বক্তব্য কোনও বিরোধী নেতার নয়। কেরল হাইকোর্টের একটি অনুষ্ঠানে গভীর ক্ষোভ ও আক্ষেপের সঙ্গে বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই।
১৯৪৯ সালের নভেম্বরে চূড়ান্ত সাংবিধানিক বিতর্কে ড. বাবাসাহেব আম্বেদকরের কথার প্রতিধ্বনি করে বিচারপতি গাভাই বলেছেন, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার দ্বারা রাজনৈতিক সমতা এসেছে। সমাজের অন্যান্য ক্ষেত্রে অসমতার প্রতি আমাদের চোখ বন্ধ করে থাকা উচিত নয়।
আরও পড়ুন-ডার্বি বাতিল : অডিও সামনে এনে দুষ্কৃতী হামলার চক্রান্ত প্রকাশ, বিজেপির উসকানি
এই প্রসঙ্গে বিচারপতি অর্থনৈতিক ও সামাজিক গতিশীলতার অভাব মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিচারপতি গাভাই বলেন, ড. আম্বেদকর বলেছিলেন যে রাজনৈতিক ক্ষেত্রে আমরা এক ব্যক্তি, একটি ভোট প্রদান করে সমতা এবং ন্যায়বিচার অর্জন করেছি। কিন্তু অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারে বৈষম্যের কী হবে? আমাদের সমাজকে এমন কঠিন নিগড়ে নানা শ্রেণিতে বিভক্ত করা হয়েছে যেখানে একজন মানুষ এক বগি থেকে অন্য বগিতে যেতে পারেন না। অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের এমন একটি সমাজ আছে যেখানে দেশের পুরো সম্পদ কয়েকটি হাতে কেন্দ্রীভূত, অথচ বিশাল সংখ্যক মানুষের পক্ষে দিনে দু’বেলা খাবার খাওয়াও কঠিন। তাই এই অসমতা দূর করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। যদি আমরা তা না করি তাহলে গণতন্ত্রের যে ভবনটি আমরা এত শ্রম দিয়ে তৈরি করেছি তা ফের ভেঙে পড়বে।