ষড়যন্ত্রের আসল চেহারা

সরকার ফেলার নানা চক্রান্তে বারবার তাঁর নাম উঠে এসেছে। ভারী রহস্যময় এই বৈঠক। কেন এই বৈঠক সে নিয়ে প্রশ্ন উঠেছে।

Must read

প্রতিবেদন : বাংলার রাজ্যপাল গুয়াহাটিতে গিয়ে দেখা করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে। রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বিজেপির অঙ্গুলিহেলনে নতুন করে কোন চক্রান্ত করতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার কারণ, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল দেখা করতে গিয়েছেন তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মহলে অসংখ্য অভিযোগ। সরকার ফেলার নানা চক্রান্তে বারবার তাঁর নাম উঠে এসেছে। ভারী রহস্যময় এই বৈঠক। কেন এই বৈঠক সে নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন-দেশের সম্পদ কয়েকজনের হাতে, আক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতির

বিশেষত সময়টির কথা বিবেচনা করে এই প্রশ্ন বেশি বেশি করে উঠেছে। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলায় গোহারা হারার পর এখন অর্থের অস্ত্রায়নে অশুভ নকশার জলছবি দেখা যাচ্ছে। আমাদের এটা তদন্ত করতে হবে। গুয়াহাটিতে গিয়ে বাংলার রাজ্যপালের এটা যে শলা-পরামর্শমূলক বৈঠক ছিল তা নির্দ্বিধায় বলা যায়। আসলে ভোটে হারার পর বাংলায় ব্যাক ডোর পলিটিক্সে মন দিয়েছে বিজেপি। তার কারণ, এতদিনে বিজেপি বুঝে গিয়েছে, হাজার চক্রান্ত করেও বাংলার মানুষের মন থেকে তৃণমূলকে সরানো কঠিন কাজ। তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের বক্তব্য, আলোচনায় নিশ্চিতভাবে ছিল বাংলা। সম্ভবত রাজ্যপালকে কোনও বিশেষ হোমওয়ার্ক দেওয়া হয়েছে। রাজনৈতিক মহল বলছে, রাজ্যপাল এই সব রহস্যময় এবং চক্রান্তমূলক বৈঠকের পরে বাংলায় ফিরে এসে এক্তিয়ারের বাইরে গিয়ে নানা পদক্ষেপ করেন। এবারও তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Latest article