মোদি-ম্যাজিকের বেহাল ছবি, উদ্বেগ

একক সংখ্যাগরিষ্ঠতা নেই৷ সংসদে প্রবলভাবে চেপে ধরছে বিরোধী শিবির৷ চাপের মুখে প্রত্যাহার করতে হচ্ছে গুরুত্বপূর্ণ বিল৷

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: একক সংখ্যাগরিষ্ঠতা নেই৷ সংসদে প্রবলভাবে চেপে ধরছে বিরোধী শিবির৷ চাপের মুখে প্রত্যাহার করতে হচ্ছে গুরুত্বপূর্ণ বিল৷ তার উপর শরিকি টানাপোড়েন৷ শরিকদের তোলা বিশেষ রাজ্যের দাবি এড়িয়ে সাধারণ বাজেটে ঘুরপথে বিপুল টাকার বরাদ্দের পরেও শরিকদের চাহিদা কমছে না, উল্টে দাবি বেড়েই চলেছে৷ এত কিছুর পরে এখন বিজেপির নতুন চিন্তা সংগঠন নিয়ে। কারণ সব জায়গাতেই দলের সদস্যসংখ্যা কমছে। সারা দেশে একই হাল।

আরও পড়ুন-বেঙ্গালুরুতে ধর্ষিতা কলেজছাত্রী

টানা দশ বছর কেন্দ্রে ক্ষমতায় থাকার পর বিজেপির প্রতি উত্‍সাহ হারাচ্ছে নতুন প্রজন্ম৷ মোদি ম্যাজিকে তাদের আর ভরসা নেই, তাই কমছে সদস্য সংখ্যা, দলের অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে আসা তথ্যের সূত্রে এমনই দাবি৷ সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যের লোকসভা ভোটের ফলাফলের কাটাছেঁড়া করতে গিয়েই দলের সদস্য সংখ্যা হ্রাসের তথ্য উঠে এসেছে সামনে, দাবি বিজেপি সূত্রের৷ সেখানেই সামনে এসেছে মোদি ম্যাজিক কাজ না করার বিষয়টিও৷ এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মরিয়া হয়ে এবার নতুন করে সারা দেশে সদস্য সংগ্রহ অভিযানে নামতে হচ্ছে বিজেপি নেতাদের। ১ সেপ্টেম্বর থেকেই শুরু হবে অভিযান৷ তিনমাসে ১০ কোটি নতুন সদস্য সংগ্রহ করার লক্ষ্য নেওয়া হলেও তা পূরণ নিয়ে অনিশ্চিত গেরুয়া শিবির।

Latest article