হিমাচলে মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে মৃত ৩১

পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না, জানিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Must read

প্রতিবেদন: প্রাকৃতিক দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না হিমাচল প্রদেশের। মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের ৫১টি ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না, জানিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। জুন মাসের ২৭ তারিখ থেকে অগাস্টের ১৬ পর্যন্ত একের পর এক হড়পা বান এবং মেঘভাঙা বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়ে রাজ্য। সেই বিপর্যয়ে কার্যত লন্ডভন্ড হয়ে যায় গোটা রাজ্য।

আরও পড়ুন-মোদি-ম্যাজিকের বেহাল ছবি, উদ্বেগ

লাহুল এবং স্পিতিতে এই ধরনের মোট ২২টি ঘটনা ঘটেছে, এই ঘটনায় মোট ৩১ জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। কিন্নরে এই ধরনের ঘটনা ঘটেছে ১১টি, উনাতে ৬টি, কুলু এবং মান্ডিতে ৩টি এবং সিরমাউরে এবং চাম্বাতে একটি করে, এছাড়াও হামিরপুর, সোলান এবং সিমলাতে একটি করে এই ঘটনা ঘটেছে। আপাতত গোটা হিমাচল জুড়েই হালকা বৃষ্টিপাত জারি রয়েছে। হড়পা বানের ফলে আপাতত কিছু রাস্তা বন্ধ।

Latest article