দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-কমরেড আরজি করের পড়ুয়া সৌমিত্র খুনে সিবিআই হবে না!

নন্দীগ্রামের লড়াই

মাগো, কত রক্ত?
রক্তে ভেসে গেল বুক
রক্তে ভিজল রাস্তা
পুকুরের জলও লালে লাল হলো
রক্তস্নানে রক্তাক্ত নন্দীগ্রাম
রক্ত কি অত সস্তা?

কী অপরাধে এমদাদুল খুন?
কোন পাষাণের বলিতে বিশ্বজিৎ বলি!
কেন চলে গেল সেলিমের প্রাণ?
কেন সবুজ রক্তে লাল ভিত?
কেন চলে গেল মা-বোনের প্রাণ
খেত-খামারে বন্দুকের গীত?

শত শত মা বোন নির্যাতিতা
ধর্ষিতা মায়ের আঁচল
টিয়ার গ্যাসে চোখ অচল
রাতের ঘুমে বন্দুকের নল
সব শান্তি নেয় কেড়ে
রাজশক্তি কি পাগল?

কোন বাড়াভাতে ছাই দিয়েছিলো
নন্দীগ্রামের কৃষিজীবী মানুষ?
যে তাদের রক্তে কেমিকেল হাব
সরকার ওড়াবে ফানুস!
জীবন দিয়ে ওরা তো লড়লো
ওরাই আসল মানুষ।

নন্দীগ্রাম, তুমি শাশ্বত
বীরের অশ্রুধারা, মায়ের রক্ত
রক্তস্নাত রক্তসিক্ত বধূ-কন্যা
তুমি অবিচল লড়াইয়ে অনন্যা
রক্তে তোমাকে প্রণাম
আন্দোলনে তোমাকে সেলাম।

বন্দুকের গুলিকে তুড়ি মেরেছো
যাওনি তবুও নড়ে
প্রাণের থেকেও মাটির দাম বেশি
দেখিয়েছো প্রাণ ভরে,
ইজ্জত নিয়েছে পাষণ্ডরা
তবু লড়াইয়ে যাওনি সরে।

তাই তো তোমরা নতুন সৃষ্টির
প্রত্যুষের সূর্যোদয়।
তোমাদের দেখানো পথেই লড়বে
প্রতিবাদীরা করবে যুদ্ধ জয়
তোমাদের লক্ষ ভূমি
তাই তো তোমায় চুমি,

তুমিই জায়া, তুমিই মাতা
তুমিই গোদাবরী বিপাশা।
তোমার রক্তে বাঁচার স্বপ্ন
জীবনের তুমি প্রত্যাশা,
তুমিই তোমার আশা
বাঁচার নূতন দিশা।

তোমাদের লড়াই কেউ ভুলবে না
কেউ দেব না নাকখত
সবাই মনে রাখবে তোমাদের
তোমরা সংগ্রামের বিশ্বপথ।
স্বাধীনতায় তোমরা শ্রেষ্ঠ
আজও আন্দোলনে তোমরা জ্যেষ্ঠ।

তাইতো সালাম নন্দীগ্রাম
লহ সবার প্রণাম।

Latest article