প্রতিবেদন: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত৷ বাংলার মুখ্যমন্ত্রী অপরাধীদের ফাঁসি চেয়েছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। দেশের বিভিন্ন রাজ্যে নারী নির্যাতনের পরিপ্রেক্ষিতে কড়া আইন তৈরির দাবি উঠছে। এই আবহে গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে নজরদারির লক্ষ্যে রবিবার নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
আরও পড়ুন-দিনের কবিতা
পশ্চিমবঙ্গ-সহ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো কেন্দ্রীয় নির্দেশিকায় জানানো হয়েছে, আরজি কর-কাণ্ডের পরিপ্রেক্ষিতে কোন রাজ্যে কখন কেমন প্রতিবাদ, বিক্ষোভ বা ধরনা কর্মসূচির আয়োজন হচ্ছে, প্রতি দু’ঘণ্টা অন্তর তার রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের কন্ট্রোল রুমে৷ ইমেল, ফ্যাক্স বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক আধিকারিকরা এই রিপোর্ট পাঠাতে পারবেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে৷ এই মর্মে পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত রিপোর্ট পাঠানোর ব্যবস্থা জারি থাকবে বলে রবিবার দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে৷