সংবাদদাতা, সিউড়ি : দলের কর্মীরা গোটা রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। সেই বিজেপি দলের নেতা দিলীপ ঘোষের অমানবিকতার সাক্ষী থাকল সিউড়ির মানুষ। তাঁর কনভয়ে ধাক্কা লেগে গুরুতর জখম এক মহিলা। তা নিয়ে এলাকায় বিরাট চাঞ্চল্য তৈরি হয়। অবরোধ করা হয় সিউড়ি-বক্রেশ্বর রোড। রবিবার বক্রেশ্বর থেকে পুজো দিয়ে আমোদপুরের বৈঠক করতে যাওয়ার সময় সিউড়ি থানার করিধ্যা গ্রামের হাটতলা সংলগ্ন এলাকায় দিলীপ ঘোষের গাড়ির পেছনে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের একটি গাড়ি পেছন থেকে এক মহিলাকে ধাক্কা মারে। রাস্তার পাশে ছিটকে পড়েন ওই মহিলা। হাতে এবং মাথায় চোট লাগে। অমানবিকভাবে কনভয়ের গাড়ি না দাঁড়িয়ে আহত মহিলাকে ফেলে রেখেই পালিয়ে যায়।
আরও পড়ুন- কেন্দ্রীয় সরকারের তথ্যই বলছে ভারতে ধর্ষণের ঘটনার শীর্ষে থাকা রাজ্যগুলির ক্ষমতায় বিজেপি
সিউড়ি থানার পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বাসিন্দারা আধ ঘণ্টা সিউড়ি-বক্রেশ্বর রাস্তা অবরোধ করেন। স্থানীয়দের অভিযোগ, এই হাটতলা জায়গাটি অত্যন্ত সঙ্কীর্ণ, দ্রুতগতিতে দিলীপ ঘোষের কনভয় যাওয়ায় সময়েই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, পাশের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, সেই সময় দিলীপ ঘোষ কয়েকটি গাড়ি নিয়ে যাচ্ছিলেন, আচমকাই সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী একটি গাড়ি ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে। মহিলা টাল সামলাতে না পেরে পাশের ড্রেনে পড়ে যান। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ওই গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিক।