সংবাদদাতা, মেদিনীপুর : যানবাহন বৃদ্ধি পাওয়ায় সরু রাস্তায় বাড়ছিল যানজট। পাশাপাশি ফুটপাথে একাধিক স্টল। ফলে ঘটেছে মৃত্যুও। সমস্যা দূর করতে রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে। তার জন্য যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করল জেলা প্রশাসন। মেদিনীপুর শহরের এলআইসি মোড় থেকে কেরানি চটি পর্যন্ত রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে মহকুমা শাসক একাধিকবার পরিদর্শনও করেছেন। রাস্তার পাশে ফুটপাথে থাকা দোকানগুলি সরিয়ে ফেলা হয়েছে।
আরও পড়ুন- পূর্ব বর্ধমান জেলা পরিষদের এক বছর পূর্তিতে উন্নয়নমূলক কাজের খতিয়ান
এবার জোরকদমে সম্প্রসারণের কাজ চলবে। ফলে অতিরিক্ত যানবাহন চললে কাজে বিঘ্ন ঘটবে বলে মনে করছে প্রশাসন। তাই শনিবার প্রশাসন জানায়, আগামী মঙ্গলবার থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কেরানি চটি থেকে পুরাতন এলআইসি মোড় পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ জারি থাকবে জানিয়ে বিকল্প রাস্তার নির্দেশিকা দিয়েছে প্রশাসন। বাস, ট্রাক এবং অন্যান্য বড় যানবাহন কেরানি চটি থেকে মেদিনীপুর শহরের দিকে আসার ক্ষেত্রে কুইকোটা কালীমন্দির থেকে হেলিপ্যাড রাস্তা দিয়ে যাতায়াত করবে। ছোট গাড়ি যেমন অটো, ই-রিক্সা, দু’চাকার গাড়িগুলি গির্জার মোড় পর্যন্ত এসে বিদ্যাসাগর শিশু নিকেতন স্কুলের কাছ দিয়ে ডান দিকে ঘুরে যাবে।