প্রয়াত ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রধান রাকেশ পাল (Rakesh Pal)। রবিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বছর ১৯ জুলাই ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ২৫ তম ডিজি পদের দায়িত্ব নেন তিনি।
পরিবার সূত্রে খবর, এদিন অসুস্থ অবস্থায় রাকেশ পালকে (Rakesh Pal) চেন্নাইয়ের রাজীব গান্ধী গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। দিল্লিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
আরও পড়ুন-আরজি কর-কাণ্ড: হাসপাতালে ও মৃতা চিকিৎসকের বাড়িতে ফের সিবিআই, চলছে তদন্ত
ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমির ছাত্র ছিলেন। ব্রিটেন থেকে ইলেক্ট্রো অপটিক্স ফায়ার কন্ট্রোল সলিউশন নিয়ে লেখাপড়া। এরপর আইসিজিতে যোগ দেন ১৯৮৯ সালে। ২০২৩ সালে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি পদে বসেন রাকেশ পাল।