প্রতিবেদন : ২৩ তারিখ কোর্টে চূড়ান্ত রিপোর্ট দিক সিবিআই। দাবি করল তৃণমূল। মুখ্যমন্ত্রীর দেওয়া রবিবারের ডেডলাইন পেরিয়েছে আগেই। আরজি কর-কাণ্ডে (R G Kar) এখনও পর্যন্ত নতুন কোনও ‘ব্রেক থ্রু’ করতে পারেনি সিবিআই। কলকাতা পুলিশ ঘটনার ১২ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। রিমান্ড শেষে ২৩ তারিখ সঞ্জয়কে কোর্টে পেশ করতে হবে। সেদিন তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে সিবিআইকে। দাবি তৃণমূলের। সেখানে জানাতে হবে সঞ্জয় রায় ছাড়া আর কে বা কারা গ্রেফতার হলেন এবং এই তদন্তের গতি-প্রকৃতি কোথায় গিয়ে দাঁড়াল, সবটা জানাতে হবে কেস ডায়েরিতে। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার নেওয়ার পর এখনও পর্যন্ত সিবিআই রেজাল্ট দিতে পারেনি। এটা বাস্তব। কিন্তু বাম-রাম ও একশ্রেণির অপশক্তি মিলে ক্রমাগত বিষয়টিকে রাজনৈতিক দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, সাধারণ মানুষের আবেগকে তৃণমূল কংগ্রেস সম্মান করেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই আবেগকে সম্মান জানান। কিন্তু যেভাবে ন্যায়বিচারের দাবির স্লোগান সুকৌশলে বদলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তার বিরোধিতা করতেই হবে। বাম আমলে ঘটে যাওয়া একের পর এক ঘটনার পর তখন তো কোনও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়নি! এদিন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট নিয়েও সরব হয়েছেন এই দু’জন।
আরও পড়ুন- বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে ভারতবাসী, কিছুক্ষণের মধ্যেই দেখা মিলবে ব্লু মুনের