ক্রিকেটের আঁতুড় ঘরে কর্তা সৌরভ এবার এরিয়ান সভাপতি

পাড়ার ক্লাব বড়িশা স্পোর্টিয়ের সচিব পদে রয়েছেন কয়েক বছর ধরে। মাঝে সিএবি-র সচিব ও প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন।

Must read

প্রতিবেদন : ক্লাব প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। এবার কলকাতা ময়দানের ঐতিহ্যশালী শতাব্দীপ্রাচীন ক্লাব এরিয়ানের সভাপতি হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। পাড়ার ক্লাব বড়িশা স্পোর্টিয়ের সচিব পদে রয়েছেন কয়েক বছর ধরে। মাঝে সিএবি-র সচিব ও প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডেরও প্রেসিডেন্ট পদের দায়িত্বও দক্ষ হাতে সামলেছেন।
এবার ছোটবেলার ক্লাব এরিয়ানের প্রেসিডেন্ট হলেন। এই ক্লাবের দুখীরাম কোচিং সেন্টারে সৌরভ এবং তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল। এটাই দুই ভাইয়ের ক্রিকেটের আঁতুড় ঘর।

আরও পড়ুন-দুঃস্থ পরিবারের পাশে ব্লক যুব তৃণমূল সহ-সভাপতি

প্রয়াত কোচ অশোক মুস্তাফির হাতে হয় ক্রিকেটের হাতেখড়ি। এরিয়ানের সভাপতি তপেন্দ্রনারায়ণ চৌধুরী কয়েকমাস আগেই প্রয়াত হয়েছেন। তাঁর জায়গায় এলেন সৌরভ। সোমবার কর্মসমিতির বৈঠকে সদস্যদের সঙ্গে পরিচয় পর্ব সারেন তিনি। অতীতে এরিয়ানের প্রেসিডেন্ট ছিলেন সৌরভের প্রয়াত পিতা চণ্ডী গঙ্গোপাধ্যায়। একসময় এরিয়ানকে ময়দান চিনত চণ্ডী গাঙ্গুলির ক্লাব বলে। পিতার পদাঙ্ক অনুসরণ করলেন সৌরভও।
এরিয়ানের সচিব সমর পাল জানিয়েছেন, ‘‘সৌরভ আমাদের ক্লাবের আজীবন সদস্য। এবার প্রেসিডেন্ট হলেন। নিয়মিত ক্লাবে আসবেন বলেও কথা দিয়েছেন। ক্রিকেটের পাশাপাশি ক্লাবের ফুটবল দলের উন্নতিতেও সাহায্য করবেন।’’

Latest article