নয়াদিল্লি, ১৯ অগাস্ট : প্যারিসে পদক জিততে না পারলেও, দেশে ফেরার পর থেকেই রাজকীয় অভ্যর্থনা পেয়েছেন বিনেশ ফোগট। একের পর পর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে হচ্ছে তাঁকে। এবার তাঁর গ্রাম বলালির সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বিনেশ। মঞ্চের মধ্যেই কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন। ফলে ভারতীয় কুস্তিগিরের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে ভক্তরা।
আরও পড়ুন-সব খেলাতেই ভাল করতে হবে : নীরজ
মঞ্চে বজরং পুনিয়া ও কাকা মহাবীর ফোগটের মাঝখানে বসে ছিলেন বিনেশ। কিন্তু শুরু থেকেই তাঁকে দেখে মনে হচ্ছিল অস্বস্তিতে রয়েছেন। একটা সময় পাশে থাকা বজরংকে কিছু বলেন তিনি। বজরং একটি খালি চেয়ার নিয়ে বিনেশের সামনে রাখেন। তার পরেই দেখা যায় বিনেশের শরীর সোফায় এলিয়ে পড়েছে। ওই সময় মঞ্চে উপস্থিত সবাইকে রীতিমতো উদ্বিগ্ন দেখিয়েছে। যদিও কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন বিনেশ। ঘটনা হল, প্যারিস থেকে দেশে ফেরার পর থেকেই লাগাতার অনুষ্ঠানের জেরে সেভাবে বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি বিনেশ। তাই অসুস্থ হয়ে পড়েছিলেন।
এদিকে, অলিম্পিকে মেয়েদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠলেও, মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য সোনার লড়াইয়ে নামতে পারেননি বিনেশ। এমনকী, তাঁকে কোনও পদকই দেওয়া হয়নি। তাই ভারতীয় কুস্তিগিরকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল হরিয়ানার খাপ পঞ্চায়েত। তারা ঠিক করেছে, অলিম্পিকের সোনার পদকের আদলে তৈরি করা পদক বিনেশের হাতে তুলে দেওয়া হবে। এই পদকে ৫০ থেকে ১০০ গ্রাম সোনা থাকবে।