ফের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে সিকিম (Sikkim Landslide)। প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না সিকিমে। মঙ্গলবার সিকিমের সিংথামের কাছে বালুয়াটারে NHPC তিস্তা স্টেজ V পাওয়ার হাউস এলাকায় একটি ভয়াবহ ভূমিধস ঘটে। এই ভূমিধসের ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। ৫১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই জলবিদ্যুৎ কেন্দ্রটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি।
আরও পড়ুন-দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের, জারি নির্দেশিকা
ভারী বৃষ্টির কারণে আজ সকালে এই ভূমিধস ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। ভূমিবিজ্ঞানীরা মনে করছেন, এই অঞ্চলে ভূমিক্ষয়ের সমস্যা বেড়ে যাওয়ার কারণে এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে সিকিম (Sikkim Landslide) প্রশাসন।