দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী (National Award) পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। বহুদিন ধরে অসুস্থ থাকলেও গত ৩-৪ দিন ধরে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। তবে বাড়িতেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। আজ মঙ্গলবার ২০ অগস্ট সন্ধ্যায় তিনি রিজেন্ট পার্কের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শোকস্তব্ধ দুই কন্যা ঋতাভরী চক্রবর্তী, চিত্রাঙ্গদা চক্রবর্তী।
আরও পড়ুন-স্বাগত জানাল তৃণমূল কংগ্রেস, ধর্ষণ ও খুন দেশের সমস্যা মেনে নিল সুপ্রিম কোর্ট
উৎপলেন্দু চক্রবর্তী বেশ কয়েকবার জাতীয় পুরস্কার পেয়েছেন। ময়নাতদন্ত, চোখ, দেবশিশু, ইত্যাদির মতো বেশ কিছু ছবি তিনি করেছিলেন। তাঁর ‘চোখ’ ছবিটির জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। এই ছবিটির পোস্টার এঁকেছিলেন সত্যজিৎ রায়। শুধু তাই নয় কর্মজীবনে তিনি এনএফডিসির স্বর্ণপদক সহ রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন।
আরও পড়ুন-২ শিশুকে যৌন নির্যাতন, প্রতিবাদে উত্তাল মহারাষ্ট্র
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় তাঁর। অপারেশনের পর তিনি বাড়িও ফিরে আসেন। তবে ডিমেনশিয়া, সিওপিডি, ইত্যাদির সমস্যাও ছিল তাঁর। অবশেষে আজ তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।