আরজি কর ভাঙচুর-কাণ্ড, সিট গঠন লালবাজারের

আরজি কর হাসপাতালে ভাঙচুর-কাণ্ডে ইতিমধ্যেই নতুন করে পাঁচজনকে গ্রেফতার করেছে লালবাজার। তাতে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৩৭।

Must read

প্রতিবেদন : আরজি কর হাসপাতালে ভাঙচুর-কাণ্ডে ইতিমধ্যেই নতুন করে পাঁচজনকে গ্রেফতার করেছে লালবাজার। তাতে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৩৭। এবার এই ঘটনায় ১৫ সদস্যের সিট গঠন করল লালবাজার। এই দলে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরাও থাকবেন বলে জানা গিয়েছে। ১৪ অগাস্ট রাত দখলের যে আন্দোলন হয়েছিল তাতে আরজি কর হাসপাতালে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। একদল দুষ্কৃতী এসে ভাঙচুর চালায় হাসপাতালে।

আরও পড়ুন-সমাবেশ সফলের আহ্বান-মিছিল যেন জনসমুদ্র

ক্ষতি করে সরকারি সম্পত্তির। এরপরেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিযুক্তদের চিহ্নিত করে ধরপাকড় শুরু হয়। কলকাতা পুলিশের তরফে জড়িতদের সন্ধান চাই বলে সমাজমাধ্যমে পোস্টও করেছিল কলকাতা পুলিশ। পুলিশের দাবি, সমাজমাধ্যমের পোস্ট থেকে অনেক সাহায্য মিলেছে। বেশ কয়েকজন অভিযুক্ত সমাজমাধ্যমের সাহায্যে ধরা পড়েছে বলেও তাদের তরফে জানানো হয়েছে। এদিকে, মঙ্গলবার শুনানিতে আরজি করের ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট।

Latest article