* কেন্দ্রীয় বাহিনী, আপত্তি নেই তৃণমূলের : দেশের হাসপাতালগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে ৯ সদস্যের টাস্ক ফোর্স তৈরি করা হবে। তাদের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করেই ব্যবস্থা নেওয়া হবে। আরজি করের ক্ষেত্রে হাসপাতাল চত্বর জুড়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী (সিআইএসএফ/ সিআরপিএফ)। আপত্তি নেই রাজ্য সরকার ও তৃণমূলের।
* সংবিধান চায় সাম্য : আমাদের দেশের সংবিধান সাম্যের কথা বলেছে৷ মহিলাদের জন্য যদি সমান নিরাপত্তা সুনিশ্চিত করা না হয়, তাহলে তা সংবিধানের পরিপন্থী হবে৷ তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, খাতায়-কলমে প্রোটোকল থাকলে হবে না৷ দেখতে হবে তা যেন কার্যকর করা হয়৷
আরও পড়ুন-দিনের কবিতা
* নাম-ছবি ডিলিট করুন : নিপীড়িতার নাম যেভাবে মিডিয়ায় প্রকাশ হয়েছে, তা ঠিক নয়৷ ভিডিও ক্লিপ প্রকাশ পেয়েছে যত্রতত্র— এটা খুবই উদ্বেগজনক৷ স্বাধীন দেশের নাগরিকদের বাক্ স্বাধীনতার বিষয়টি মাথায় রেখেই বলতে হবে, আমরা উদ্বিগ্ন৷ এর আগে সুপ্রিম কোর্ট তাদের অবস্থান জানিয়েছিল নির্যাতিতার নাম প্রকাশ করার ইস্যুতে৷ নিপুণ সাক্সেনা মামলায় সুস্পষ্ট ভাবে জানানো হয়েছিল রায়৷ সেই রায় মানা হয়নি৷
* স্ট্যাটাস রিপোর্ট, শুনানি : আরজি কর-কান্ডে সিবিআই সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে বৃহষ্পতিবার, সেদিনই হবে শুনানি৷
* কাজে ফিরুন ডাক্তাররা : ধর্মঘটি চিকিত্সকদের অবিলম্বে কাজে ফেরার জন্য অনুরোধ করছি- সমাজের স্বার্থেই তারা কাজে ফিরুন, এই অনুরোধ করছি- তাদের উদ্বেগের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করছে দেশের সুপ্রিম কোর্ট।