দলিত-আদিবাসী সংগঠনের ডাকা বনধকে সমর্থন বিরোধীদের, বিহারে চলছে আন্দোলন

Must read

দলিত এবং আদিবাসী সংগঠনের ডাকা বনধকে (Bharat Bandh) সমর্থন। ১৪ ঘণ্টার ভারত বনধের বিরাট প্রভাব পড়ল বিহারে। বিক্ষোভকারীরা দ্বারভাঙা ও আরাতে আটকে দিলেন ট্রেন। এদিকে বিহারে আন্দোলনকারীদের ওপর লাঠি চার্জ করছে পুলিশ। জাহানাবাদ, সহরসা ও পূর্ণিয়া জেলায় বহু জাতীয় সড়ক বন্ধ করা হয়েছে।

বিহার ছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যে এই বনধের প্রভাব পড়েছে। এই বনধকে (Bharat Bandh) সমর্থন জানিয়েছে, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, চন্দ্রশেখর আজাদের ভীম সেনা-সহ একাধিক দল। বনধের জেরে রাজস্থানের জয়পুর, ভরতপুর, মধ্যপ্রদেশের গোয়ালিয়র-সহ বিভিন্ন রাজ্যে ছুটি দেওয়া হয়েছে স্কুল কলেজ। একাধিক শহরে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

আরও পড়ুন- বাড়িতে ঢুকে আরজেডি নেতাকে গুলিতে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা

সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতায় ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী সংস্থা (এনএসিডিএওআর) বুধবার ভারত বনধের ডাক দিয়েছিল। আদালত একটি মামলার রায়ে জানিয়েছিল, তফসিলি জাতি এবং জনজাতি সমাজের মধ্যে যাঁরা আর্থিক ভাবে স্বচ্ছল তাঁদের সংরক্ষণ বাতিল করে দেওয়া হোক। পরিবর্তে এই সংশ্লিষ্ট সমাজের আর্থিক সারিতে যাঁরা একেবারে পিছনে রয়েছেন, সেই অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে তাঁদের বাড়তি সুবিধা দেওয়া হোক। এনএসিডিএওআর-র দাবি, দেশের সর্বোচ্চ আদালতকে এই রায় প্রত্যাহার করতে হবে।

 

Latest article