ইরানে বাস দুর্ঘটনা, মৃত ৩৫ পাকিস্তানি পুণ্যার্থী

Must read

শিয়া ধর্মাবলম্বী পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার সময় বাস (Bus Accident) উল্টে বড়সড় দুর্ঘটনা! মৃত্যু হয়েছে ৩৫ জনের। মঙ্গলবার রাতে পাকিস্তান থেকে ইরানের ইয়াজাদ শহরে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে পুণ্যার্থীবোঝাই বাসটি। ওই বাসটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় ১৪ যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বহু।

আরও পড়ুন- দলিত-আদিবাসী সংগঠনের ডাকা বনধকে সমর্থন বিরোধীদের, বিহারে চলছে আন্দোলন

ঘটনার খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায় এবং যাত্রীদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, শিয়া সাধক আরবাইনের মৃত্যুদিন উপলক্ষে তাঁর স্মরণে ইরাকে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। তবে এদিন রাতে ইরানের ইয়াজাদ প্রদেশে আসতেই ঘটে যায় দুর্ঘটনা। জানা গিয়েছে, বাসের চালক আচমকা ব্রেক কষতেই ঘটে যায় বিপত্তি। বাসটি (Bus Accident) উল্টে যেতেই তাতে আগুন লেগে যায়। পুণ্যার্থীদের মধ্যে বেশিরভাগই সিন্ধু প্রদেশের লারকানা এবং ঘোটকি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। দুর্ঘটনায় অন্তত ১১ মহিলা ও ১৭ জন পুরুষ প্রাণ হারিয়েছেন বলে ইরান প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৮ জন। যাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে দুর্ঘটনাস্থলেই ৩০ জন যাত্রী প্রাণ হারান, পরে হাসপাতালে ভর্তি করা হলে আরও ৫ জনের মৃত্যু হয়।

Latest article