এবার থেকে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিনামূল্যেই পাবেন ভক্তরা। গৃহহীন এবং দরিদ্ররাও এই মহাপ্রসাদ পাবেন। সম্প্রতি ওড়িশার (Puri- Odisha) আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়িত করার কথা জনিয়েছেন।
পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ভক্ত আসেন। আর কোনও উৎসব হলে ভক্তের সংখ্যা পৌঁছয় প্রায় দুই লক্ষের কাছাকাছি। প্রশ্ন উঠছে, এই হাজার হাজার মানুষকে প্রতিদিন বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়া সম্ভব? এই প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, “দ্রুত তাঁদের বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি কি না, তা ভেবে দেখা হচ্ছে।”
আরও পড়ুন-চলন্ত ট্রেনে ২ আরপিএফকে খুন করে ছুড়ে ফেলা হল দেহ! ফের যাত্রীদের প্রশ্নের মুখে রেল
মনে রাখা দরকার, ২০১৭ সালেও এমন একটি উদ্যোগ শুরু হয়েছিল। কিন্তু কিছু দিন চলার পর তা সম্ভব হয়নি, বন্ধ হয়ে যায়। ফের বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণের খবরে খুশি ভক্তরা। তবে দীর্ঘ সময় ধরে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সরকারি সাহায্য দরকার।