প্রতিবেদন : যে সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) নিয়ে এত সমালোচনা, সেই সন্দীপকেই ২০২২ সালে স্বাস্থ্যরত্ন সম্মান দিয়েছিল এবিপি আনন্দ। এই নিয়ে তৃণমূলের সাফ বক্তব্য, সেই সময় ওই সংবাদমাধ্যমের হিসেবে আরজি কর হাসপাতাল যেভাবে চলেছে, তাতে কারও কোনও অভিযোগ ছিল না। নাহলে স্বাস্থ্যরত্ন সম্মান পায় কী করে? তখন তো সন্দীপের বিরুদ্ধে এত আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠেনি! তাহলে এখন হঠাৎ করে এত অভিযোগ কেন? আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর থেকেই আরজি করের সদ্য-প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নামে হাসপাতালে আর্থিক অনিয়মের ভূরি ভূরি অভিযোগ উঠছে। ঘটনার তদন্তে নেমে সিবিআই টানা ৬ দিন ধরে সন্দীপকে জিজ্ঞাসাবাদ করছে সিজিও কমপ্লেক্সে। কলকাতা পুলিশও তাঁর নামে আর্থিক অনিয়মের মামলা রুজু করে লালবাজারে ডেকে পাঠিয়েছে। কিন্তু এর মধ্যেই সমাজমাধ্যমে উঠে এসেছে ২০২২ সালের একটি ভিডিও। সেখানে একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যম তৎকালীন অধ্যক্ষ সন্দীপের জমানাতেই রাজ্যের সেরা সরকারি হাসপাতাল হিসেবে স্বাস্থ্যরত্ন সম্মানে সম্মানিত করেছিল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে। অধ্যক্ষ হিসেবে মঞ্চে উঠে সেই সম্মান গ্রহণ করেছিলেন সন্দীপ ঘোষই (Sandip Ghosh)। এখন সন্দীপের নামে এত অভিযোগ উঠছে, তাহলে সেইসময় ওই সংবাদমাধ্যম আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে স্বাস্থ্যরত্ন সম্মান দেয় কীভাবে?
আরও পড়ুন- রেট নিয়ে মিথ্যাচার, কেন্দ্রের গাইড লাইন