পিংলায় রাম ও বামে বিরাট ভাঙন, তৃণমূলে ৪৪ পরিবার

Must read

সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : ফের বিরাট ধস রাম-বাম শিবিরে। পিংলা ব্লক তৃণমূলের (TMC) উদ্যোগে মালিগ্রাম অঞ্চলে বুধবার গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেন মন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া। বৈঠকের শেষে পিংলা ব্লকের বিজেপি ও সিপিএম শিবির ছেড়ে ৪৪টি পরিবারের মানুষজন তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। সঙ্গে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা মাইনরিটি সেলের সভাপতি শেখ নজরুল ইসলাম, পিংলা ব্লক তৃণমূল সভাপতি শেখ সবেরাতি-সহ অন্যরা। যোগদানের পর দলে নবাগতরা বলেন, আরজি কর হাসপাতালের ঘটনাকে নিয়ে যেভাবে বিজেপি-সিপিএম নোংরা রাজনীতি করছে তার প্রতিবাদ করার জন্য আমরা সবাই দল ছেড়ে আজ তৃণমূলে (TMC) যোগ দিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদকে সমর্থন জানানো আমাদের উদ্দেশ্য।

আরও পড়ুন- যাদের দিনভর সমালোচনা তারাই দিয়েছিল পুরস্কার!

Latest article