প্রতিবেদন : কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বৃহস্পতিবার ফের মাঠে নামছে ডায়মন্ড হারবার এফসি। সামনে এবার আর্মি রেড। খেলা কল্যাণী স্টেডিয়ামে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব প্রিমিয়ার ডিভিশনে দুর্বার গতিতে ছুটছে। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে শীর্ষে ডায়মন্ড হারবার। আর্মি রেডকে হারালে সুপার সিক্স নিশ্চিত করবে কিবু ভিকুনার দল।
ডায়মন্ড হারবারের ফুটবলাররা আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছেন। শেষ দুই ম্যাচে সাত গোল দিয়েছে দল। আক্রমণভাগে জবি জাস্টিন ও গিরিক খোসলার যুগলবন্দি দলকে ভরসা দিচ্ছে। আইমার, সাইবর, মোহিত মিতেইরাও ডায়মন্ড হারবারের আক্রমণভাগের শক্তি বাড়িয়েছেন। ফলে অপ্রতিরোধ্য লাগছে কিবুর দলকে।
ফুটবলারদের মধ্যে আত্মতুষ্টি যাতে না আসে সেদিকে নজর দিচ্ছে ম্যানেজমেন্ট। ন’টা ম্যাচ দল যেভাবে খেলেছে, গ্রুপ পর্বে বাকি তিনটি লড়াইও সেই একই মানসিকতা নিয়ে খেলে জিততে চায় ডায়মন্ড হারবার। লিগের নিয়মানুযায়ী গ্রুপের পয়েন্ট সুপার সিক্সে ধরা হবে। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ ডায়মন্ড হারবার শিবির।
আরও পড়ুন-বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের পুজো বোনাস
দলের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘আমরা আগের ম্যাচগুলো যে মানসিকতা নিয়ে খেলেছি, আর্মি রেডের বিরুদ্ধেও সেটাই করব। লিগ চ্যাম্পিয়ন হতে গেলে সব ম্যাচ জিততে হবে। গাছাড়া দেওয়ার কোনও জায়গা নেই। আর্মি ভাল দল। ওরা শারীরিকভাবে শক্তিশালী। একটু ফিজিক্যাল। আমাদের সতর্ক থাকতে হবে।’’ চোটের কারণে অ্যাটাকিং মিডিও মহম্মদ রফিককে এই ম্যাচে পাবে না ডায়মন্ড হারবার। তবে স্বস্তি দিচ্ছে অভিজ্ঞ ডিফেন্ডার রাজু গায়কোয়াড় আগের থেকে অনেকটাই ফিট হয়ে যাওয়া।
‘এ’ গ্রুপের অন্য ম্যাচে বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ সুরুচি সংঘ। সুপার সিক্সে আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে মহামেডানকে।