অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ওষুধের কারখানায় বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। দুর্ঘটনায় আহত ২০ জন, যাদের মধ্যে আশঙ্কাজনক ১৮। অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলায় অচুতাপুরম স্পেশাল ইকোনমিক জোনে বেসরকারি ওষুধ কারখানায় বিস্ফোরণের ফলে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন-শিলংয়ে হেরে ডুরান্ড শেষ ইস্টবেঙ্গলের
বুধবার দুপুরে কর্মীরা খাওয়াদাওয়ার সময় ঘটে যায় বিস্ফোরণ। ওই কারখানায় কমপক্ষে হাজারখানেক কর্মী কাজ করেন। বিস্ফোরণের পরেই এদিন আগুন লেগে যায় কারখানায়। খাওয়ার সময় বলেই অনেক কর্মী অনুপস্থিত থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকলবাহিনী। তবে চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় উদ্ধারকারীদের অনেকরকম সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।