প্রতিবেদন : কৃষি দফতরের প্রচারে সাড়া দিয়ে এবার সরকারি ভর্তুকিতে চাষের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার কথা ভাবছেন জেলার চাষিরা। এর জন্য মঙ্গলবার রাজ্য সরকার ‘মাটির কথা’ পোর্টাল খোলার পরই খুলতেই কান্দি মহকুমার চাষিরা অনলাইনে আবেদন জানানো শুরু করেন। চাষের জন্য ক্ষুদ্র যন্ত্রপাতি কিনতে চান তাঁরা বলে জানা গিয়েছে। মহকুমা কৃষি দফতর সূত্রে খবর, রাজ্যের ‘মাটির কথা’ পোর্টালের বিষয়টি প্রচারের জন্য বিভিন্ন পঞ্চায়েত, বিডিও অফিস, মহকুমা শাসকের অফিসগুলিতে ফ্লেক্স ঝোলানো হয়েছে। ব্লক কৃষি দফতর থেকে বিভিন্ন গ্রামে আলাদা প্রচারও করা হয়। এর ফলে এবছর প্রচুর চাষি ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি কিনতে আগ্রহ প্রকাশ করছেন।
আরও পড়ুন-সুপ্রিম-চাপে কেন্দ্র, নির্যাতিতার নাম, পরিচয় মুছতে পদক্ষেপ
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১১টা থেকে রাজ্যের তরফে ওই পোর্টাল খুলে দেওয়া হয়। ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই পোর্টালে অনলাইন আবেদন করতে পারবেন চাষিরা। এবং সর্বাধিক ৮ লক্ষ টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি পাওয়ার সম্ভাবনা আছে। মহকুমা কৃষি সহকারী অধিকর্তা পরেশনাথ বলের কথায়, ব্লক থেকে জানা যাচ্ছে প্রচুর চাষি অনলাইনে আবেদন করছেন। অধিকাংশই ক্ষুদ্র যন্ত্রপাতি কিনতে চান। এর মধ্যে স্প্রে জাতীয় যন্ত্র থেকে পাওয়ার টিলার আছে। ভরতপুর ও কান্দি ব্লকের সিএসসি সেন্টারগুলিতে এজন্য চাষিরা লম্বা লাইন দেন বলেও জানা গিয়েছে। কান্দি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌরব চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকারের এই প্রকল্পে এলাকার তিনটি কৃষি সমবায় সমিতিও বড় ধরনের স্বয়ংক্রিয় যন্ত্র কিনতে চেয়ে আবেদন করেছে।