দ্রুত হোক সিবিআই তদন্ত, পথে নামছে তৃণমূল কংগ্রেস

এর আগেও কোচবিহারের সাধারণ সচেতন নাগরিক, শিল্পী শিক্ষক মহলকে নিয়ে অরাজনৈতিক মিছিল হয়েছিল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।

Must read

সংবাদদাতা, কোচবিহার : দ্রুত হোক সিবিআই তদন্ত। এমনই দাবি তুলে আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে পথে নামছে কোচবিহারের তৃণমূল কংগ্রেস। আগামী ২৪ আগস্ট শনিবার বেলা ৩টেয় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবং সিবিআইকে অবিলম্বে মামলার তদন্ত নিষ্পত্তি করে চার্জশিট দেওয়ার দাবিতে হবে বিরাট মিছিল। এই মহামিছিলে একলক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী পা মেলাবেন। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, রাসমেলা ময়দানে জমায়েত করবেন কর্মীরা। এরপরে শুরু হবে মিছিল। মিছিলে দলে সব স্তরের নেতারা ও সাধারণ কর্মীরা থাকবেন।

আরও পড়ুন-আরজি করে চার শীর্ষ কর্তাকে সরাল প্রশাসন

ইতিমধ্যে গোটা জেলা জুড়ে প্রস্তুতি তুঙ্গে। এর আগেও কোচবিহারের সাধারণ সচেতন নাগরিক, শিল্পী শিক্ষক মহলকে নিয়ে অরাজনৈতিক মিছিল হয়েছিল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এবারে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে অংশ নেবেন দলের লক্ষাধিক কর্মী। বুধবার জেলা পার্টি অফিসে সদর মহুকুমার ২৮টি অঞ্চল নিয়ে প্রস্তুতি সভা হয়েছে। আলোচনা করেন জেলা সভাপতি ও কোচবিহার ১ ও ২ ব্লকের সাংগঠনিক দায়িত্বে থাকা কর্মীরা। প্রস্তুতি সভাতে মহিলাদের ভিড় ছিল। জেলা জুড়ে যাতে মহিলা কর্মীরা মহামিছিলে শামিল হন সে-ব্যাপারে বার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জেলা তৃণমূল কংগ্রেসের প্রবীণ প্রথম সারির নেতা-নেত্রীদের নিয়েও জেলা পার্টি অফিসে মিটিং হয়েছে। এই মিটিং-এ উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয়কৃষ্ণ বর্মন, আব্দুল জলিল আহমেদ, হিতেন বর্মন সকলকে নিয়ে আলোচনা করেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। শনিবার তৃণমূল কংগ্রেসের মহামিছিলে রেকর্ড ভিড় হবে।

Latest article