ভারতকে ‘জেগে ওঠার’ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আরজি কর কাণ্ডে সঞ্জয় রায় গ্রেফতার হওয়ার পর এনকাউন্টারের দাবি তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

আরজি কর কাণ্ডে সঞ্জয় রায় গ্রেফতার হওয়ার পর এনকাউন্টারের দাবি তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সরকারের তৎপরতার প্রশংসাও করেছিলেন তিনি। তবে তার পরবর্তী ঘটনা নিয়ে সরকারের পদক্ষেপে রীতিমত ক্ষুব্ধ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ফের একবার সরব হলেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে আজ, সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ একটি দীর্ঘ পোস্টে ভারতকে ‘জেগে ওঠার’ বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-মন্দিরের শহর

অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় আজ পোস্ট করে লেখেন, ‘গত ১০ দিন ধরে যখন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনার প্রতিবাদে গোটা দেশে বিক্ষোভ চলছে, ঠিক সেই সময় দেশের বিভিন্ন প্রান্তে আরও ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। যখন মানুষ এই জঘন্য অপরাধের বিরুদ্ধে সরব হয়েছেন, তখনও এই অপরাধ হয়েই চলেছে। দুঃখের বিষয়, এই সমস্যার দীর্ঘমেয়াদী কোনও সমাধানসূত্র এখনও আলোচনাই করা হচ্ছে না।’

আরও পড়ুন-আলোকশিল্পী চলে গেলেন কিন্তু আলো নিভবে না

এরপর তিনি লেখেন ‘প্রতিদিন গড়ে প্রতি ৪ ঘন্টায় ৯০টি করে ধর্ষণের ঘটনা সামনে এসেছে। গড়ে প্রতি মিনিটে ১টি করে। তাই এই নিয়ে যে আমাদের কত দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, সেটা একপ্রকার স্পষ্ট। আমাদের কঠোর আইন আনতে হবে। ৫০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণার বাধ্যতামূলক করতে হবে। মিথ্যা প্রতিশ্রুতি দিলে হবে না। রাজ্য সরকারকে এই নিয়ে তৎপর হতে হবে এবং ধর্ষণ-বিরোধী কঠোর আইন আনার জন্যে কেন্দ্রের ওপর চাপ তৈরি করতে হবে। এর থেকে কম কিছু হলে সেটা দুর্ভাগ্যজনকভাবে নিতান্তই অফলপ্রসূ। জাগো ভারত, জাগো।’

 

Latest article