প্রতিবেদন : সিবিআইয়ের আবেদন মঞ্জুর করল শিয়ালদহ আদালত। এবার পলিগ্রাফ টেস্ট হবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। শুধু তা-ই নয়, যে চার সহকর্মী জুনিয়র চিকিৎসকের সঙ্গে ঘটনার রাতে ডিনার করেছিলেন আরজি করের নির্যাতিতা তরুণী, সেই চার জুনিয়র চিকিৎসকেরও পলিগ্রাফ টেস্ট করা হবে। বুধবার ওই পাঁচজনের পলিগ্রাফ টেস্টের অনুমতি চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন করেছিল সিবিআই।
আরও পড়ুন-১১ দিন পর কর্মবিরতিতে ইতি এমসের চিকিৎসকদের
এদিন সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় টানা ৭ দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে। পাশাপাশি, যে চারজনের সঙ্গে সেই রাতে খাবার খেয়েছিলেন নির্যাতিতা, তাঁদের কথাতেও খুশি নন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। তাই এবার পাঁচজনেরই পলিগ্রাফ টেস্ট করা হবে। আরজি কর-কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্টের অনুমতি চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন করেছে সিবিআই।