ইমরানের সমাবেশ স্থগিত

Must read

প্রতিবেদন: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান-সহ (Imran Khan) তাঁর দলের অন্যান্য নেতাদের ভুয়ো মামলায় ফাঁসানোর অভিযোগে বৃহস্পতিবার বিকেলে রাজধানী শহর ইসলামাবাদে বড়সড় সমাবেশের ডাক দেয় পিটিআই। ফলে চাপে পড়ে শাহবাজ প্রশাসন। বাইরে থেকে ইসলামাবাদ শহরের ঢোকার রাস্তা সব বন্ধ করে দেওয়া হয়। রাস্তা আটকাতে দাঁড় করানো হয় শিপিং কন্টেনার। পাশাপাশি, শহরের বড় রাস্তাগুলিতেও প্রবেশে জারি হয় নিষেধাজ্ঞা। বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানও। তবে শেষ মুহূর্তে পাকিস্তানের রাজধানী শহর অচল করার ডাক দিয়েও বৃহস্পতিবার পিছু হটে ইমরান খানের (Imran Khan) দল। জেলবন্দি শীর্ষনেতার নির্দেশে বৃহস্পতিবারের সমাবেশ পিছিয়ে দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ৮ সেপ্টেম্বর তা হবে বলে জানানো হয়েছে। বুধবার ইসলামাবাদ পুলিশের চিফ কমিশনার ইমরানের দলের সমাবেশের অনুমোদন বাতিল ঘোষণা করেন। তা সত্ত্বেও এদিনের সমাবেশ হবে বলে জানিয়েছিলেন পিটিআই নেতৃত্ব। কিন্তু বড় অশান্তির আশঙ্কায় তা স্থগিত হল।

আরও পড়ুন- ১১ দিন পর কর্মবিরতিতে ইতি এমসের চিকিৎসকদের

Latest article