প্রতিবেদন: নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল কায়েদার স্লিপার সেল ঝাড়খণ্ডে। পুলিশের হাতে ধরা পড়ল এই স্লিপার সেলের ৭ জঙ্গি। ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) সূত্রে জানা গিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে বুধবার রাতে লোহারদাগা-সহ মোট ১৪টি এলাকায় দিল্লি পুলিশের সঙ্গে যৌথ তল্লাশি অভিযান চালায় তারা৷ ফাঁস হয়ে যায় আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের স্লিপার সেলের গোপন তৎপরতা। জালে পড়ে যায় ৭ চক্রী। শুধু ঝাড়খণ্ড নয়, উত্তরপ্রদেশ এবং রাজস্থানেও অভিযান চালায় দিল্লি পুলিশ। সবমিলিয়ে গ্রেফতার করে মোট ১৪ জন সন্দেহভাজন জঙ্গিকে। পুলিশসূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড এবং যোগিরাজ্য থেকে গ্রেফতার হয়েছে মোট ৮ জন। রাজস্থানে ধরা পড়েছে ৬ জন। ঝাড়খণ্ড পুলিশের কাছে খবর ছিল, রাজ্যে অত্যন্ত গোপনে ডেরা বেঁধেছে আল কায়েদা জঙ্গির স্লিপার সেল। এই সেলে রয়েছে ১২ জন জঙ্গি। তারপরই তৎপর হয় ঝাড়খণ্ড পুলিশ৷ জঙ্গিদমন শাখা তল্লাশি অভিযান চালিয়ে ৭ জন জঙ্গিকে গ্রেফতার করে৷ ঝাড়খণ্ডের রাঁচি, লোহারদাগা, গোড্ডা, হাজারিবাগ-সহ ১৪টি জায়গায় যৌথ অভিযান চালানো হয়। জানা গিয়েছে, জঙ্গিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে ঝাড়খণ্ডের এটিএস৷ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলির একে-৪৭-এর সঙ্গে মিল আছে ৷
আরও পড়ুন- ইমরানের সমাবেশ স্থগিত