প্রতিবেদন: স্কুল নিরাপদ না হলে শিক্ষার অধিকার অর্থহীন। মহারাষ্ট্রের বদলাপুরে (Badlapur) কিন্ডারগার্টেন স্কুলে ২ শিশুর যৌননির্যাতন মামলায় এই মন্তব্য করেছে বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পুলিশকে তীব্র ভাষায় ভর্ৎসনাও করেছে আদালত। বদলাপুরের স্কুলে পাশবিক ঘটনার প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতির প্রশ্ন, স্কুলেই যদি নিরাপত্তা না থাকে তা হলে শিক্ষার অধিকার নিয়ে আলোচনা করে কী হবে? পুলিশের ভূমিকাতেও রীতিমতো অসন্তোষ প্রকাশ করে আদালত প্রশ্ন করে, শিশুদের যৌন নির্যাতনের এমন ভয়ঙ্কর ঘটনায় অভিযোগ দায়ের করতে এত দেরি করল কেন পুলিশ?
লক্ষণীয়, ১৬ অগাস্ট বদলাপুরের (Badlapur) স্কুলের টয়লেটে ২ শিশুর যৌন-নির্যাতনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অগ্নিগর্ভ হয়ে ওঠে থানে শহর। শুরু হয় ভাঙচুর, অবরোধ। ইতিমধ্যেই ওই স্কুল পরিচালনায় বিজেপি যোগ স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয় এক বিজেপি নেতা স্কুলটির পরিচালন সমিতির মাথা বলে জানা গিয়েছে। এই নিয়ে তোপ দেগেছে বিরোধীরা। শনিবার মহারাষ্ট্র বন্ধেরও ডাক দিয়েছে বিরোধী জোট।