সংবাদদাতা, সিউড়ি : বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy) বৃহস্পতিবার সিউড়ি পুরসভায় একাধিক বৈঠক করেন পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও কাউন্সিলরদের সঙ্গে। দীর্ঘ বৈঠক শেষে শতাব্দী জানিয়েছেন, অমৃত টু-এর প্রকল্পের আওতায় পরিস্রুত পানীয় জলের নতুন প্রকল্পের কাজ শুরু হবে। আগামী বছর সিউড়ি শহরের দেড়শো বছর পূর্ণ হবে। সেই বিষয়ে আলোচনা হয়েছে। কীভাবে শহরবাসীকে সঙ্গে নিয়ে তা উদযাপন করা হবে, তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি শহরের কোন কোন সমস্যা এক বছরের মধ্যে সমাধান করা যায়, তারও রূপরেখা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পুর এলাকায় সরকারের যেসব জায়গা জবরদখল হয়েছে তা দ্রুত মুক্ত করতে হবে। এ ব্যাপারে সাংসদ (Shatabdi Roy) জানিয়েছেন, অন্য প্রান্তে সরকারি জায়গা পুনরুদ্ধারের কাজ শেষ হলেও সিউড়ি শহরে এখনও বাকি রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই সময় কিছুটা কাজ বন্ধ রাখা হয়েছিল, আবার সরকারি জায়গা পুনরুদ্ধারের কাজ হবে। জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলে জানব, কোন পর্যায়ে রয়েছে দখলমুক্তির কাজ। গ্রীষ্মে যে পানীয় জলের সমস্যা হয় তা দ্রুত মিটে যাবে। শহরের রাস্তাঘাটের যে সমস্যা রয়েছে তা নিয়ে পুরপ্রধানের সঙ্গে কথা হয়েছে। পরিচ্ছন্নতার দিক দিয়ে রাজ্যে তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছিল। তবে দুশ্চিন্তা করবেন না সকলে মিলে সিউড়ি শহরকে পুনরায় তালিকার ওপর দিকে নিয়ে আসা হবে।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টের ২২/৮-এর রায় নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য